প্রায় ৫০ কোটি টাকার র‌্যাফল ড্র জিতলেন বাংলাদেশি আরিফ

প্রথম আলো দুবাই প্রকাশিত: ০৪ জুন ২০২২, ১৯:৩৯

সংযুক্ত আরব আমিরাতে দুই কোটি দিরহাম লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আরিফ খান। বাংলাদেশি টাকায় তিনি প্রায় ৫০ কোটি (বাংলাদেশি মুদ্রায় ৪৮ কোটি ৫৭ লাখ টাকা) টাকা জিতেছেন। এক দিরহাম সমান ২৪ দশমিক ২৯ টাকা। আমিরাতের শারজাহতে তিনি বিগ টিকিট আবুধাবির ‘মাইটি টোয়েন্টি মিলিয়ন’ র‍্যাফল ড্রর টিকিট কিনেছিলেন। এ খবর দিয়েছে খালিজ টাইমস


বাংলাদেশের রাজধানী ঢাকার অধিবাসী আরিফ খান সৌদি আরবে দীর্ঘ প্রবাসজীবন কাটিয়েছেন। চার বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে বসবাস করছেন। সেখানে একটি গাড়ি মেরামতের দোকান চালান তিনি।


এক বছর ধরে নিজের ভাগ্য পরীক্ষা করতে লটারি কিনছিলেন আরিফ। গত ২৭ মে তাঁর কেনা বিগ টিকিটের ১৪৪৪৮১ নম্বরের কুপনটি জিতে নিয়েছে পুরস্কার। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইতে র‌্যাফল ড্র অনুষ্ঠিত হয়।


৩৬ বছর বয়সী আরিফ বলেন, ‘আমি সব সময় একা একাই টিকিট কিনেছি। কেবল নিজের ভাগ্য পরীক্ষা করছিলাম। জীবনে আর কোনো লটারির টিকিট কিনিনি। এক বছর ধরে টিকিট কিনছিলাম।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও