![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Finternational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Findia-20220604185911.jpg)
ওড়িষ্যায় সব মন্ত্রীর পদত্যাগ
মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের নির্দেশ মেনে পদত্যাগ করলেন ভারতের ওড়িষ্যা রাজ্যের মন্ত্রিসভার সব সদস্য। তবে রোববার (৫ জুন) দুপুর ১২টায় রাজ্যের নতুন মন্ত্রিসভা শপথ নেবে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ক্ষমতাসীস দল বিজেডি জানিয়েছে, মন্ত্রিসভা ও সংগঠনের চিত্র পাল্টানোর উদ্দেশ্যেই তার এই পদক্ষেপ। মন্ত্রীদের প্রত্যেককেই শনিবার (৪ জুন) সকালে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়।