করোনার পরও কাশি কিছুতেই কমছে না?

eisamay.com প্রকাশিত: ০৪ জুন ২০২২, ১৭:১১

আসলে করোনা হল একটি জটিল রোগ। এই রোগে আক্রান্ত হলে অনেক সমস্যাই দেখা দিতে পারে। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই অসুখ নিয়ে বেশি সতর্ক হয়ে যেতে হবে। আসলে করোনাভাইরাস কিন্তু যে কোনও সময় মানুষের মধ্যে সমস্যা তৈরি করে দিতে পারে। কারণ এই ভাইরাস বারবার বদলে যাচ্ছে। আর এই বদলে যাওয়া চরিত্রের জন্যই যত রাজ্যের সমস্যা।



আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক দেশেই করোনা তাণ্ডব নিত্য চালাচ্ছে। অনেক দেশে এসে গিয়েছে করোনার চতুর্থ ঢেউ (Covid 4th Wave)। এবার এই চতুর্থ ঢেউ আসার কারণেই ফের সতর্কতা হয়ে গিয়েছে জরুরি। এদিকে আমাদের দেশেও সংক্রমণ খুব বেশি না বাড়লেও মোটামুটি দুই হাজারের ঘরেই থাকছে। তাই খুব একটা আনন্দ করার সময় নেই। এক্ষেত্রে নিত্যনতুন ভাইরাস সামনে আসছে। এই যেমন দেশে মিলেছে Omicron BA.4 এবং BA.5. এই দুটি ভাইরাস যে অত্যন্ত সংক্রামক এই বিষয়টি ইতিধ্যেই জানিয়ে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। আমাদের দেশেও মিলেছে এই দুই ভাইরাস। তাই এক্ষেত্রে সতর্ক হয়ে যাওয়া ছাড়া অন্য কোনও উপায় নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও