পরীক্ষার হলে স্ত্রীকে উত্তরপত্র সরবরাহ করতে গিয়ে শিক্ষক স্বামী আটক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন শিক্ষক হাবিবুর রহমান (৩৬)। তাঁর স্ত্রী আক্তারিনা পারভীন একই ভবনের নিচতলার একটি কক্ষে পরীক্ষা দিচ্ছিলেন। পরীক্ষা শুরুর ২০ মিনিট পরে হাবিবুর স্ত্রীর পরীক্ষাকক্ষে ঢুকে উত্তরপত্রের একটি কপি তাঁর হাতে দিয়ে চলে যান। এ সময় কক্ষের অন্য পরীক্ষার্থীরা বিষয়টি দেখে ফেলেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কক্ষ পরিদর্শন করতে এলে অন্য পরীক্ষার্থীরা উত্তরপত্র সরবরাহের বিষয়টি বলে দেন। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই পরীক্ষার্থী এবং তাঁর স্বামী ঘটনার সত্যতা স্বীকার করলে পুলিশ হাবিবুর রহমানকে আটক করে। গতকাল শুক্রবার সকালে দিনাজপুর সদর উপজেলার পৌরশহরের দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর ওই কলেজের অধ্যক্ষ কোতোয়ালি থানার পুলিশকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য লিখিতভাবে জানিয়েছেন। হাবিবুর রহমান ওই কলেজেরই বাংলা বিভাগের প্রভাষক।