You have reached your daily news limit

Please log in to continue


খালের ‘মৃত্যু’ হয়েছে ৪২ স্থানে

লোকমুখে খালটি ‘প্যারিস’ খাল হিসেবে পরিচিত। এর কারণ, রাজধানীর মিরপুরের পল্লবীর প্যারিস রোড এলাকার ভেতর দিয়ে গেছে খালটি। তবে কাগজ-কলমে এই খালের নাম বাইশটেকী খাল। এর দৈর্ঘ্য ১ হাজার ২৮০ মিটার, প্রস্থ ১২ মিটার বা প্রায় ৪০ ফুট। সিটি করপোরেশনের নথিতে খালের দৈর্ঘ্য-প্রস্থের যে বর্ণনা, তার সঙ্গে বাস্তবের মিল নেই।

প্যারিস রোড এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্মাণাধীন ছয়তলা বিপণিবিতানের উল্টো পাশ থেকে প্যারিস খালের শুরু। সেখানে খালের প্রস্থ ১০ ফুটের মতো থাকলেও এরপর খালটি যতই এগিয়েছে, প্রস্থ যেন তত কমেছে। এর মধ্যে মিরপুর-১০ নম্বর সেকশনের ডি ব্লকে জুটপট্টি এলাকায় খালের সীমানার ভেতরে গড়ে তোলা হয়েছে স্থানীয় ওয়ার্ড (ঢাকা উত্তর সিটির ৩ নম্বর ওয়ার্ড) আওয়ামী লীগের কার্যালয়। খালের তিন-চার ফুট অংশ দখল করে একতলা ভবনে কার্যালয়টি করা হয়েছে। এই জায়গায় খালটি এখন মৃতপ্রায়। এই জায়গাকে ‘ডেড স্পট’ বা মৃতপ্রায় স্থান হিসেবে চিহ্নিত করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন