জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসনে জোর ড. মোমেনের
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৪ জুন ২০২২, ১৪:৪৬
আন্তর্জাতিক সম্প্রদায়কে জলবায়ু অভিবাসীদের পুনর্বাসনের দায়িত্ব ভাগ করে নিতে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শুক্রবার (৩ জুন) স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) আয়োজিত ‘শান্তির পরিবেশ : ঝুঁকির নতুন যুগে ন্যায্য ও শান্তিপূর্ণ উত্তরণ সুরক্ষিত’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এ আহ্বান জানান তিনি।
ড. মোমেন বলেন, বিশ্বে লাখ লাখ জলবায়ু অভিবাসী রয়েছে। তারা প্রায়ই বিভিন্ন ধরনের নিরাপত্তা ঝুঁকি ও শোষণের শিকার হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় তাদের জন্য যথেষ্ঠ কাজ করছে না। তিনি জলবায়ু নিরাপত্তা এবং চ্যালেঞ্জ মোকাবিলায় একটি এনফোর্সমেন্ট মেকানিজমের বিষয়ে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টিতে জোর দেন।