![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F1100x617x1%2Fuploads%2Fmedia%2F2022%2F05%2F19%2F281110486_567010694756456_1209543169076287380_n-57ac27f02ebcc52ae47b97aff8312b03.jpg%3Fjadewits_media_id%3D792805)
বাণিজ্য-রফতানি বাড়াবে পদ্মা সেতু
পদ্মা সেতু বদলে দেবে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক চালচিত্র। বাড়বে বাণিজ্য ও রফতানির সম্ভাবনা। তৈরি হবে নতুন কর্মসংস্থান। সেতুর ওপর দিয়ে যাচ্ছে গ্যাসের পাইপলাইন। সেতু ঘিরে সরকারি-বেসরকারি উদ্যোগে নেওয়া বিভিন্ন প্রকল্পের কাজের প্রক্রিয়া শুরু হয়েছে ইতোমধ্যে। এতে সেতু এলাকার মানুষের জীবনমানের উন্নয়ন ঘটবে। এমন স্বপ্নই দেখছেন অবহেলিত এ জনপদের সাধারণ মানুষ। খোঁজ নিয়ে জানা গেছে এসব তথ্য।
জানা গেছে, এক সময়ের অজপাড়া গাঁ ফরিদপুরের ভাঙ্গা এখন জংশন। ঢাকা থেকে মাওয়া হয়ে পদ্মা সেতুর ওপর দিয়ে নদী পার হয়ে গাড়ির গতি গিয়ে থামবে এখন ভাঙ্গায়। কারণ এক্সপ্রেসওয়ের প্রথম ধাপ গিয়ে শেষ হয়েছে ভাঙ্গায়।
সেখান থেকে দেশের দক্ষিণাঞ্চলের তিন দিকে যাওয়া তিনটি সড়ক দক্ষিণাঞ্চলের ২১ জেলাকে যুক্ত করেছে পদ্মা সেতুর সঙ্গে। ফলে শিল্পায়নের নজর এখন পুরো দক্ষিণাঞ্চল জুড়ে হলেও শরীয়তপুর, মাদারীপুর ও বরিশালকে কেন্দ্রবিন্দু মনে করছেন শিল্পপতিরা।