থ্রিডি-প্রিন্টারে নিজের কোষে তৈরি কান পেলেন মেক্সিকোর তরুণী
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৩ জুন ২০২২, ১৬:০১
এক নারীর অবিকশিত কান বদলে তারই কোষ থেকে থ্রিডি-প্রিন্টিং প্রযুক্তিতে তৈরি নতুন একটি কান সফলভাবে প্রতিস্থাপন করেছেন চিকিৎসকরা।
নিউ ইয়র্ক টাইমস লিখেছে, অঙ্গ প্রতিস্থাপনে থ্রিডি-প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে সাফল্য পাওয়ার ঘটনা এটাই প্রথম। ‘টিস্যু ইঞ্জিনিয়ারিং’ বা কোষ প্রকৌশলের ক্ষেত্রে ‘বড় অগ্রগতি’ হিসেবে দেখা হচ্ছে যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের এই সাফল্যকে।
গত মার্চে অ্যালেক্সা নামের ২০ বছর বয়সী এক মেক্সিকান তরুণীর দেহে অস্ত্রোপচার করে ওই নতুন কান বসানো হয়। অস্ত্রোপচারটি করা হয় যুক্তরাষ্ট্রে। জ্যান্ত কোষ থেকে থ্রিডি-প্রিন্টিং প্রযুক্তিতে সম্পূর্ণ কান গঠন এবং তা প্রতিস্থাপনের এই পুরো প্রক্রিয়ার পেছনে রয়েছে থ্রিডিবায়ো থেরাপিউটিক্স নামের একটি কোম্পানি।