কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পশ্চিম তীরে দুই দিনে সাংবাদিকসহ চার ফিলিস্তিনি নিহত

প্রথম আলো ফিলিস্তিন প্রকাশিত: ০৩ জুন ২০২২, ১৩:১৮

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই দিনে চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় সময় গত বুধবার থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত এসব প্রাণহানি হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে এক কিশোর, নারী সাংবাদিকও আছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও রেড ক্রিসেন্ট সোসাইটির বরাতে এসব তথ্য জানিয়েছে আল–জাজিরা।


ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুসারে, রামাল্লা শহরের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে ১৭ বছর বয়সী এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। সংস্থাটির বরাতে ফিলিস্তিনের সংবাদমাধ্যম মান নিউজের প্রতিবেদনে বলা হয়, নিহত কিশোরের নাম ওদে মোহাম্মদ ওদে। বুকে গুলিবিদ্ধ অবস্থায় রামাল্লার প্যালেস্টাইন মেডিকেল কমপ্লেক্স হাসপাতালে ভর্তি হয়েছিল সে। রামাল্লার পশ্চিমাঞ্চলীয় গ্রাম আল মিদিয়ায় তাকে গুলি করেছিল ইসরায়েলি বাহিনী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও