কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলায় পরীক্ষায় বসতে পারছে না ৫৮ ছাত্রী

জাগো নিউজ ২৪ গোপালগঞ্জ প্রকাশিত: ০৩ জুন ২০২২, ১০:২২

গোপালগঞ্জের শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষের অবহেলায় ৫৮ ছাত্রীর পড়াশোনার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। ভর্তির পর ছয়মাস ক্লাস করলেও অর্ধবার্ষিকী পরীক্ষায় বসতে পারছে না তারা। এতে মানবিক বিপর্যয়ের মধ্যে পড়েছে এসব ছাত্রী ও তাদের অভিভাবকরা।


এ নিয়ে বুধবার (১ জুন) সকালে জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। পরে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী এসব ছাত্রীদের অভিভাবকরা। ষষ্ঠ শ্রেণির ছাত্রী সারা হাচিনের বাবা মো. শহিদুল ইসলাম খান লিখিত বক্তব্যে বলেন, ‘২০২২ সালে শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ষষ্ঠ, সপ্তম, আষ্টম ও নবম শ্রেণিতে ৫৮ ছাত্রী ভর্তি করা হয়। ছয় মাস ক্লাস করার পর ২ জুন অর্ধবার্ষিকী পরীক্ষার ফি জমা দিতে গেলে কর্তৃপক্ষ তাদের বিদ্যালয়ে যেতে নিষেধ করে। পরীক্ষায় বসা ও বিদ্যালয়ে যেতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েছে তারা।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও