বিতর্কিত হীরা ব্যবসায়ী গার্টলারের কাঁধে মোসাদের হাত

প্রথম আলো ইসরায়েল প্রকাশিত: ০২ জুন ২০২২, ১৯:৫৯

ইসরায়েলের অন্যতম ধনী ব্যবসায়ী তিনি। করেন হীরার ব্যবসা। তেল আবিবের ইসরায়েল ডায়মন্ড এক্সচেঞ্জ থেকে পরিচালিত হয় তাঁর এ ব্যবসা। থাকেন তেল আবিবেরই এক অভিজাত এলাকায়। তবে ইসরায়েলিদের কাছে খুব বেশি পরিচিত নন। যদিও আফ্রিকায় ‘পরিচিত মুখ’। তিনি গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় (ডিআরসি) হীরার ব্যবসার পরিধি যত বাড়িয়েছেন, বিতর্কও তত ছড়িয়েছেন। বলা হচ্ছে ড্যান গার্টলারের (৪৮) কথা।


হীরা ব্যবসায়ী পরিবারের সন্তান গার্টলার যা করেছেন, তা রীতিমতো তাক লাগানো ব্যাপার। ইসরায়েল ও কঙ্গো—দুই দেশেরই শীর্ষ নেতৃত্বের ‘আশীর্বাদ’ পেয়েছেন বিতর্কিত এই ব্যবসায়ী। কিন্তু কেন? ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্ট সেই রহস্য ভেদ করার চেষ্টা করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও