কনটেন্ট মোছায় বিলম্বে সম্ভাব্য দায় প্ল্যাটফর্মের: জার্মান আদালত
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০২ জুন ২০২২, ১৯:০৫
অনুনোমোদিত কনটেন্ট মুছতে দ্রুত তৎপর না হলে ইউটিউব ও অন্যান্য প্ল্যাটফর্মকে কপিরাইটের ক্ষতিপূরণ দিতে হতে পারে বলে রায় দিয়েছে জার্মানির আদালত।
বৃহস্পতিবারের রায়ে জার্মানির শীর্ষ আদালত বলেছে, বেআইনি আপলোডের বিষয়ে অবহিত হওয়ার পর ওই কনটেন্ট ব্লক করতে দ্রুত তৎপর না হলে ইউটিউবকেই তার দায় নিতে হতে পারে।
অননুমোদিত কনটেন্টের আপলোড প্রসঙ্গে ইউরোপের এক লাখ কোটি ডলারের কনটেন্ট বাজারের সঙ্গে অনলাইন প্ল্যাটফর্মগুলোর দীর্ঘ লড়াইয়ের মধ্যেই এই রায় এলো।
অননুমোদিত, বেআইনি এবং বিদ্বেষপূর্ণ কনটেন্টের নিয়ন্ত্রণে অনলাইন প্ল্যাটফর্ম এবং সামাজিক মাধ্যমগুলো আদৌ পুলিশের ভূমিকা পালন করতে পারে কী না, মামলার রায় সে বিতর্কেরই অংশ বলে মন্তব্য করেছে বার্তাসংস্থা রয়টার্স।