৬ ট্যুরিস্ট বাস কিনতে গলদ, খরচা আরও ৮ কোটি
ইউরোপ থেকে কেনার কথা ছিল ছয়টি ট্যুরিস্ট বাস। তবে গত দেড় বছরে বাস আমদানিতে দরপত্রই আহ্বান করতে পারেনি বাংলাদেশ পর্যটন করপোরেশন (বাপক)। দেশের সীমানায় ট্যুরিস্ট বাস না ঢুকলেও উল্টো কেনার খরচ বেড়েছে ৮ কোটি টাকা।
২০২০ সালের নভেম্বরে পরিকল্পনা মন্ত্রণালয় থেকে বাস কেনার প্রকল্পটি অনুমোদন করে বাপক। এ ধরনের প্রকল্প বাপকের জন্য প্রথম। সাধারণত নতুন কোনো ক্রয় প্রকল্পে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা রয়েছে—এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানের মতামত নেওয়া হয়। বাপকের দায়িত্বশীল একটি সূত্র বলছে, প্রথমবারের মতো দোতলা ট্যুুরিস্ট বাস আনতে বিভিন্ন মহল থেকে মতামত নেওয়া হয়নি। এ কারণে নানা ভুল ধরা পড়ে। এসব ভুল শোধরাতে গিয়ে ১৯ কোটি টাকার ৬টি বাস কেনার প্রকল্পের খরচ গিয়ে ঠেকেছে ২৭ কোটি টাকায়। অর্থাৎ খরচ বেড়েছে ৮ কোটি টাকা।