সাড়ে ৪ থেকে ৫ কোটি মানুষের ক্রয়ক্ষমতা ইউরোপের মতো: বাণিজ্যমন্ত্রী

প্রথম আলো বাণিজ্য মন্ত্রণালয় প্রকাশিত: ০২ জুন ২০২২, ১৫:৪৪

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, দেশের সাড়ে চার থেকে পাঁচ কোটি মানুষের ক্রয়ক্ষমতা ইউরোপের দেশগুলোর মতো। আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন মন্ত্রী। ‘জাতীয় চা দিবস ২০২২’ উপলক্ষে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।


১৭ কোটি মানুষের মধ্যে তিন কোটি মানুষ দরিদ্র সীমার নিচে—এ কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমি কখনই বলিনি যে ১৭ কোটি মানুষের পয়সা বেশি হয়েছে। বাস্তবতা হলো—দেশের ২০ ভাগ মানুষ নিম্নআয়ের। সেট মাথায় রাখতে হবে।’


টিপু মুনশি আরও বলেন, ‘দরিদ্র শ্রেণির তিন কোটি মানুষকে সমন্বয় করা দরকার, সে চেষ্টাই করে যাচ্ছি। মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, সেটা আপনারাও জানেন। দেখা দরকার সাধারণ মানুষ সঠিক দামে পণ্য কিনতে পারছেন কি না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও