হাই হিল নাকি ফ্ল্যাট- বিয়ের দিন কেমন জুতা পরবেন

সমকাল প্রকাশিত: ০২ জুন ২০২২, ১৫:১৫

বিয়ে নিয়ে প্রত্যেকেরই কোনো না কোনো স্বপ্ন থাকে। জীবনের বিশেষ দিনে কীভাবে সাজবেন, তা নিয়ে সবারই ভাবনা চিন্তা থাকে। এ কারণে বিয়ের দিনক্ষণ ঠিকঠাক হওয়ামাত্রই শুরু হয় কেনাকাটা। শাড়ি থেকে গয়না, কোনও জায়গায় যাতে সামান্য না খুঁত থাকে তা নিয়ে ব্যস্ত থাকেন কনে। তবে জুতা নিয়ে ঠিক ততটা চিন্তিত নন অনেকেই।


বিয়ের জুতা মানে অনেকেই মনে করেন তাতে পাথর, জড়ি, চুমকির কাজ থাকবে। ব্যবহারের ক্ষেত্রে আরামদায়ক হবে কিনা, সে বিষয়ে মাথাব্যথা থাকে না। এ কারণে বিয়ের দিন জুতা পরতে গিয়ে অনেক নববধূই বেকায়দায় পড়েন। কারও কারও পায়ে ব্যথা, ফোস্কা পড়ে।


জুতা কিনতে যাওয়ার আগে প্রথমে ভেবে নিন শুধু আরাম নাকি আরাম এবং ফ্যাশন – দু’য়ের মধ্যে কোনটা বাছবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও