১৪ বছর কাজ করে ফেসবুক ছাড়ছেন শেরিল স্যান্ডবার্গ

www.ajkerpatrika.com প্রকাশিত: ০২ জুন ২০২২, ১৩:১৮

ফেসবুকের মূল কোম্পানী মেটার প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ পদত্যাগ করছেন। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমে ১৪ বছর কাজ করার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পদত্যাগের ঘোষণা দেন স্যান্ডবার্গ।


ফেসবুকে স্যান্ডবার্গ লিখেছেন, তিনি নিজের গড়ে তোলা ফাউন্ডেশন ও জনহিতকর কাজে সময় দেওয়ার জন্য এ সিদ্ধান্ত নিয়েছেন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মেটার বিজ্ঞাপন বাজারে মন্দা ও টিকটকের মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তীব্র প্রতিযোগিতা দেখা দেয়। এর মধ্যেই স্যান্ডবার্গ পদত্যাগের ঘোষণা দিলেন।


শেরিল স্যান্ডবার্গ প্রযুক্তি দুনিয়ার অন্যতম শীর্ষ নারী নেতৃত্ব। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর আকস্মিক পদত্যাগের ঘোষণায় মেটার শেয়ার প্রায় ৪ শতাংশ কমে যায়। ফেসবুক পোস্টে স্যান্ডবার্গ বলেছেন, ২০০৮ সালে যখন আমি কাজটি নিয়েছিলাম, ভেবেছিলাম পাঁচ বছর এখানে থাকব। কিন্তু ১৪ বছর পর জীবনের পরবর্তী অধ্যায় লেখার সময় এসেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও