সেরাদের বিপক্ষে খেলা সবসময় গুরুত্বপূর্ণ: আর্জেন্টিনা কোচ
দুর্দান্ত ছন্দে থাকা কোপা আমেরিকার শিরোপাধারী আর্জেন্টিনা সবশেষ ৩১ ম্যাচে হারেনি। তবে 'লা ফাইনালিসিমা'র আগে প্রতিপক্ষ ইতালিকে নিয়ে সমীহ ঝরেছে তাদের কোচ লিওনেল স্কালোনি কণ্ঠে। তার মতে, ইউরোর বর্তমান চ্যাম্পিয়নদের মোকাবিলা করে নিজেদের শক্তি-দুর্বলতা সম্পর্কে জানতে পারবেন তারা।
২০২২ সালের 'লা ফাইনালিসিমা' মাঠে গড়াতে যাচ্ছে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে। বাংলাদেশ সময় অনুসারে, বুধবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে পরস্পরের মুখোমুখি হবে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি ও আর্জেন্টিনা।
২০১৯ সালের জুলাইয়ের পর আর কোনো ম্যাচ হারেনি আর্জেন্টিনা। গত বছর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মাটিতে স্বাগতিকদেরই হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় তারা। চলতি বছরের শেষভাগে অনুষ্ঠিত হতে যাওয়া কাতার বিশ্বকাপে জায়গা করে নিতেও বেগ পেতে হয়নি তাদের। ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের দুইয়ে থেকে ফুটবলের মহাযজ্ঞের টিকিট পেয়েছে আলবিসেলেস্তেরা।
- ট্যাগ:
- খেলা
- লা ফাইনালিসিমা
- লিওনেল স্কালোনি