কোক স্টুডিওর নজরুলসংগীত ‘বাগিচায় বুলবুলি’ নিয়ে যা লিখলেন সুজিত মোস্তফা
‘নাসেক নাসেক’ ও ‘প্রার্থনা’র সাফল্যের পর কোক স্টুডিও বাংলায় যুক্ত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গজল। বাংলা নববর্ষে প্রকাশিত হয় কোক স্টুডিওর তৃতীয় গান ‘বুলবুলি’। নতুন গানটিতে কণ্ঠ দিয়েছেন ঋতুরাজ বৈদ্য ও সানজিদা মাহমুদ নন্দিতা। গানটি প্রযোজনা করেছেন শায়ান চৌধুরী অর্ণব এবং এর সংগীতায়োজনে ছিলেন শুভেন্দু দাস শুভ। গানটি নিয়ে সম্প্রতি একটি স্ট্যাটাস দিয়েছেন নজরুলসংগীতের বিশিষ্ট শিল্পী, সংগীতশিক্ষক সুজিত মোস্তফা। ফেসবুকে শেয়ার করা সুজিত মোস্তফার সে স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো বিনোদনের পাঠকদের জন্য—
‘বেসিক বাংলা গান বা আমাদের নজরুল, রবীন্দ্রসংগীতে বর্তমান সময়ের দর্শক–শ্রোতাদের আগ্রহ অনেক কম বলে বারবার শুনছি, জানছি। একটি পরিসংখ্যান এর উল্টো কথা বলছে। ঠিক এক মাস আগে অবমুক্ত হয়েছে কোক স্টুডিও বাংলা থেকে ঋতুরাজের গাওয়া কাজী নজরুলের খুবই শ্রুতিনন্দন একটি গান।
- ট্যাগ:
- বিনোদন
- গজল
- সুজিত মোস্তফা