ঢাকায় বিশ্বকাপ ট্রফি দেখতে যা করতে হবে
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০১ জুন ২০২২, ২১:৪১
২০২২ কাতার বিশ্বকাপের ট্রফি ৫১ দেশে পরিভ্রমণ করছে। এর মধ্যে বাংলাদেশও রয়েছে। আগামী ৮ জুন ৩৬ ঘণ্টার জন্য ঢাকায় আসছে খাঁটি স্বর্ণ দিয়ে তৈরি ৬.১৪২ কেজি ওজনের এই ট্রফিটি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাসভবন ঘুরে ট্রফিটি পরের দিন আর্মি স্টেডিয়ামে প্রদর্শনের জন্য রাখা হবে। ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় এই পুরস্কারটি সামনাসামনি দেখার সুযোগ পাবেন বাংলাদেশি ভক্তরা। তবে এজন্য কিছু শর্ত পূরণ করতে হবে।
বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল স্পন্সর কোকাকোলা। তাদের সৌজন্যে এবারও ট্রফিটি বাংলাদেশে আসছে। ট্রফি ট্যুরের অংশ হিসেবে একটি বিশেষ কনসার্টের আয়োজন করা হয়েছে। আর্মি স্টেডিয়ামে হতে যাওয়া এই কনসার্টের সময় ভোক্তা ও ভক্তরা অরিজিনাল ট্রফিটি দেখার সুযোগ পাবেন।