কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নাদাল প্রমাণ করলেন কেনো সে দুর্দান্ত: জোকোভিচ

কালের কণ্ঠ প্রকাশিত: ০১ জুন ২০২২, ১৯:০০

মঙ্গলবার রাতে প্যারিসে রোমাঞ্চকর ম্যাচ উপহার দিয়েছেন রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ। ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে রোলাঁ গাঁরোয় চার ঘণ্টা ১২ মিনিটের লড়াইয়ে শেষ হাসি হেসেছেন রাফায়েল নাদাল। শীর্ষ বাছাই জোকোভিচের সঙ্গে রোমাঞ্চকর লড়াই শেষে ৬-২, ৪-৬, ৬-২, ৭-৬ (৭-৪) গেমে জিতে সেমিতে পা দিয়েছেন ১৩ বারের চ্যাম্পিয়ন।


টুর্নামেন্ট শুরুর দিন থেকে চোট নিয়ে শঙ্কায় ছিলেন নাদাল। কোয়ার্টার ফাইনালের আগে নিজেই জানিয়েছিলেন, রোলাঁ গাঁরোয় এটাই হতে পারে তার শেষ ম্যাচ। কিন্তু কোর্টে নেমে ফোরহ্যান্ড, ব্যাকহ্যান্ড, দারুণ সব ড্রপ শটে আলো ছড়ান নাদাল। প্রতিপক্ষ জোকোভিচও কম যান না, শীর্ষ বাছাই বলে কথা। নাদালের একের পর এক আক্রমণে পাল্টা আক্রমণ করে ম্যাচ জমিয়ে তোলেন সার্বিয়া তারকা। তবে শেষ পর্যন্ত দুর্দান্ত খেলে ম্যাচ জিতে নেওয়া নাদালকে নিয়ে প্রশংসা করেছেন জোকোভিচ, 'আমি মনে করি গুরুত্বপূর্ণ সময়ে সে (নাদাল) বেটার খেলোয়াড় ছিল। সে দারুণ শুরু করে কিন্তু আমি পারিনি। দ্বিতীয় সেটে যখন আমি জিতে যাই তখন অনুভব করি ম্যাচে ফিরে এসেছি। কিন্তু এরপর আরো দুটি সেট জিতে নিয়ে সে তার টেনিসকে অন্য পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হয়। '

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও