এবার ভৈরব থেকে বিদেশে যাচ্ছে কচুরিপানার তৈরি কারুপণ্য

এনটিভি ভৈরব প্রকাশিত: ০১ জুন ২০২২, ১৭:৩০

যশোরের ঝিকরগাছার সাঈদ হাফিজ, গাইবান্ধার ফুলছড়ির সুভাষ চন্দ্র বর্মণ, বরিশালের আগৈলঝাড়ার নারীদের পর এবার শোনা গেল কিশোরগঞ্জের কুলিয়ারচরের জাকির হোসেন, রবিউল্লাহ ও রফিকের মতো বেশ কিছু উদ্যোক্তার নাম। তাঁরা কচুরিপানার ফাইবার দিয়ে তৈরি করছেন কারুপণ্য।


দেশ ছুঁয়ে এ সব পণ্য যাচ্ছে এখন বিদেশে। এ কাজের কারিগর অধিকাংশই নারী। ঘরে বসে কাজ করে স্বাবলম্বী তাঁদের অনেকেই। সব মিলিয়ে এক সময়ের ‘আবর্জনা’ কচুরিপানা এখন ভৈরবের কয়েকটি গ্রামে হয়ে উঠছে দামি কাঁচামাল। জানা যায়, কিশোরগঞ্জের কুলিয়ারচরের কিছু উদ্যোক্তা বছরখানেক আগে ‌‘সাভার ও গাজীপুর থেকে প্রশিক্ষণ নিয়ে’ ফেরেন নিজ গ্রামে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও