কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


যে ১০ গানের জন্য কেকে'কে মনে রাখবে মানুষ

৫৪ বছর বয়সে পৃথিবীর ভ্রমণ শেষ হয়েছে ভারতের অন্যতম জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে। মালয়ালি মা-বাবার ঘরে দিল্লিতে জন্ম কেকের। বেড়ে ওঠা ও পড়াশোনা নয়াদিল্লিতে। জীবনের শেষ কনসার্ট করেছেন কলকার নজরুল মঞ্চে। তার আগে তিনি শ্রোতাদের উপহার দিয়ে গেছেন অসাধারণ সব গান। নব্বইয়ের দশকে পেশাদার গানের জগতে পথচলা শুরু করা এই শিল্পী কয়েক প্রজন্মের শ্রোতাদের তাঁর কণ্ঠের জাদুতে মাতিয়ে রেখেছেন।

বলিউডের প্লেব্যাকের আগে সাড়ে তিন হাজার জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন। ১৯৯৯ সালে ক্রিকেট বিশ্বকাপের সময় ভারতীয় ক্রিকেট দলের জন্য ‘জোশ অব ইন্ডিয়া’ গেয়েছেন তিনি।

জিৎ গাঙ্গুলি, প্রীতম চক্রবর্তী, রাজেশ রোশন, সন্দেশ শান্দিলিয়া, বিশাল শেখর, ইসমাইল দরবার, নাদিম-শ্রাবণ, সাজিদ-ওয়াজিদ, শান্তনু মৈত্রের মতো জনপ্রিয় ও গুণী সংগীত পরিচালকদের সুরে গেয়েছেন কেকে। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম ও মারাঠি ছবিতেও গেয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম কেকের গাওয়া অসংখ্য জনপ্রিয় গান থেকে সেরা ১০টি গানের তালিকা তৈরি করেছে। যে ১০ গানের জন্য কেকে'কে মনে রাখবে মানুষ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন