
দিল্লির স্বাস্থ্যমন্ত্রীকে ৯ দিন ইডি হেফাজতের নির্দেশ আদালতের
দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে আগামী ৯ জুন পর্যন্ত এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট–ইডির হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। মঙ্গলবার জৈনকে দিল্লির একটি আদালতে হাজির করে ভারতের কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক অপরাধ তদন্তের ভারপ্রাপ্ত সংস্থা ইডি জিজ্ঞাসাবাদের অনুমতি চাইলে আদালত এই নির্দেশ দেন।
দিল্লির রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রীকে গ্রেপ্তারের কড়া সমালোচনা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টি (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়াল। তাঁর দাবি, সমস্ত নথিপত্র তিনি নিজে পরীক্ষা করে দেখেছেন, সত্যেন্দ্রর কোনো দোষ নেই।