আধা ঘণ্টার বৃষ্টিতেই ডুবে গেছে কক্সবাজার শহরের অনেক রাস্তা
দুই দফায় আধা ঘণ্টার মাঝারি বৃষ্টিতে কক্সবাজার শহরের প্রধান সড়ক, বেশ কয়েকটি উপ-সড়ক পানিতে নিমজ্জিত হয়ে গেছে। এতে পানিবন্দি হয়ে পড়ে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান। বন্ধ হয়ে যায় যায় চলাচল। এতে তীব্র ভোগান্তি ও দুভোর্গে পড়েন শিক্ষার্থীসহ সাধারণ পথচারী। মঙ্গলবার সকাল ১০টায় প্রথম দফায় ১০ মিনিটের মাঝারি বৃষ্টি হয়।
এরপর ১১টার পরে আবার শুরু হয় মাঝারি বৃষ্টিপাত যা ২০ মিনিট স্থায়ী হয়। দুই দফার এ বৃষ্টিতে কক্সবাজার শহরের প্রধান সড়কের বাজারঘাটা, গোলদিঘীর পাড়, কালুর দোকান, আলীরজাহাল ওও বৌদ্ধমন্দির এলাকাজুড়ে তৈরি হয় জলাবদ্ধতা। দুর্ভোগের শিকার পথচারীরা জানান, কক্সবাজারের প্রধান সড়ক, উপ-সড়ক ও নালা সংস্কারের কাজ একযোগে শুরু হয় তিন বছর আগে। যার মধ্যে, প্রধান সড়ক সংস্কারের কাজ করছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ।
প্রধান সড়কের কাজটি এখনও অসমাপ্ত রয়েছে ৭০ শতাংশের মতো। কক্সবাজার পৌরসভার অধীনে ২৯টি উপসড়কের কাজ ৮৫ শতাংশ শেষ হলেও সবকটি নালার পানি চলাচল উপযোগী হয়নি এখনও।