সারে খরচ চারগুণ, ভর্তুকি বাড়ালেও দাম বাড়াবে না সরকার
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ৩১ মে ২০২২, ১৯:২০
বৈশ্বিক করোনাভাইরাস মহামারির বিরূপ পরিস্থিতি এবং পরবর্তীসময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে অস্বাভাবিকভাবে বেড়েছে সারের দাম। যদিও দেশের কৃষি উৎপাদনের অন্যতম এ উপকরণটিতে বরাবরই আমদানি ভর্তুকি দিয়ে আসছে সরকার। তবে কোভিড-পরবর্তী চলমান যুদ্ধের প্রেক্ষাপটে চলতি ২০২১-২২ অর্থবছরে সার বাবদ সরকারের ব্যয় বেড়ে গেছে প্রায় চারগুণ। আগামী বাজেটে এ খাতে সরকার ভর্তুকি বাড়ালেও গ্রাহক পর্যায়ে সারের দাম বাড়ানো হবে না, এমনটিই বলছেন বাজেট সংশ্লিষ্টরা।
২০২০-২১ অর্থবছরে সারে ভর্তুকি ছিল সাত হাজার ৭১৭ কোটি টাকা, যা চলতি অর্থবছরে বেড়ে ৩০ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। অথচ সারের জন্য ভর্তুকি খাতে বাজেট ছিল নয় হাজার ৫০০ কোটি টাকা।