অভ্যন্তরীণ সন্ত্রাসে আক্রান্ত মার্কিন সমাজব্যবস্থা
প্রখ্যাত নির্মাতা মাইকেল মুর ২০০২ সালে নির্মাণ করেছিলেন ‘বোলিং ফর কলাম্বাইন’ নামের তথ্যচিত্র।
তথ্যচিত্রটি অস্কার এবং কান উৎসবে সেরা তথ্যচিত্রের পুরস্কার জিতেছিল। ১৯৯৯ সালের এপ্রিলে কলোরাডো অঙ্গরাজ্যের কলাম্বাইন হাই স্কুলের দুজন ছাত্র আগ্নেয়াস্ত্র হামলায় ১৩ জনকে হত্যা করে। মূলত সেই ঘটনাকে কেন্দ্র করে তথ্যচিত্রটি নির্মিত হলেও যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত অস্ত্রের সুলভ ব্যবহার কেন এবং কিভাবে বিস্তার লাভ করছে তার বাস্তবতা তুলে ধরার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের অস্ত্রের প্রতি অগাধ আস্থা ও আসক্তির বিষয়টি তথ্যচিত্রে দেখানো হয়েছে।