মুমিনুলকে মূলে ফেরানোর চেষ্টা

সমকাল প্রকাশিত: ৩১ মে ২০২২, ১১:১২

ক্যারিয়ারে এতটা খারাপ সময়ের মোকাবিলা আগে কখনোই করেননি মুমিনুল হক। রান পাচ্ছেন না। তাঁর নেতৃত্বে দল হিসেবেও ভালো খেলতে পারছে না বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা সফরে বাজে পারফরম্যান্সের পর ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে ঢাকা টেস্ট হেরে যাওয়ায় প্রশ্ন উঠেছে মুমিনুলের নেতৃত্ব নিয়ে। নিজের এবং দলের পারফরম্যান্স না হওয়ায় অধিনায়কত্বও সেভাবে উপভোগ করতে পারছেন না তিনি। মুমিনুল নেতৃত্ব ছেড়ে দিতে চান বলেও শোনা যাচ্ছে। গতকাল বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানান, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই মুমিনুলের সঙ্গে কথা বলবেন তাঁর সিদ্ধান্ত জানতে।


২০১৯ সালে মুমিনুলকে একপ্রকার জোর করেই টেস্ট অধিনায়ক করা হয়। সেই থেকে দল নিয়ে সংগ্রাম করছেন তিনি। নেতৃত্ব পাওয়ার পর থেকে স্বাভাবিক খেলাও খেলতে পারছেন না বাঁহাতি এ ব্যাটার। জালাল ইউনুস বলেন, 'আমার মনে হয় অধিনায়কত্ব একটা বাড়তি চাপ। অধিনায়ক হয়ে যখন রান করতে পারছে না, তখন কারও পরামর্শ চাইতে হয়তো ইতস্তত বোধ করছে। একটা হীনমন্যতা থাকতে পারে। এর প্রভাব পড়তে পারে খেলায়। কোনটা হলে ভালো হয়, সে সিদ্ধান্ত নিলে ভালো।' এদিকে ব্যাড প্যাচ থেকে বেরিয়ে আসতে গুরু নাজমুল আবেদীন নান্নুর শরণাপন্ন হয়েছেন মুমিনুল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও