যেমন হবে পরকালের দাঁড়িপাল্লা ‘মিজান’, যা কিছু ওজন করা হবে

কালের কণ্ঠ প্রকাশিত: ৩১ মে ২০২২, ১০:৩৫

পরকালে আল্লাহ বান্দার আমলের পরীক্ষা নেবেন। আর পরীক্ষা করবেন এক বিশেষ দাঁড়িপাল্লার মাধ্যমে। কোরআনে যাকে ‘মিজান’ নামে উল্লেখ করা হয়েছে।


পরিচয় : মিজান অর্থ পরিমাপক বা দাঁড়িপাল্লা।


এমন পরিমাপক যার দুটি পাল্লা রয়েছে। পরিভাষায় পরকালে বান্দার ভালো-মন্দ কাজের পরিমাপ করার জন্য যে দাঁড়িপাল্লা স্থাপন করা হবে তাকে মিজান বলা হয়।


কোরআনের বর্ণনায় মিজান : পবিত্র কোরআনের একাধিক আয়াতে মিজান শব্দের উল্লেখ আছে। যেমন আল্লাহ বলেন, ‘এবং কিয়ামতের দিন আমি স্থাপন করব ন্যায়বিচারের মানদণ্ডগুলো। ’ (সুরা : আম্বিয়া, আয়াত : ৪৭)#


অন্য আয়াতে ইরশাদ হয়েছে, ‘যাদের পাল্লা ভারী হবে তারাই সফলকাম হবে। ’ (সুরা : আরাফ, আয়াত : ৮)

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে