তামাকপণ্য বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক করা কতদূর?
সিগারেট, বিড়ি, জর্দাসহ যেকোনও তামাকপণ্য বিক্রি করতে বিক্রেতাকে লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমনকি ডিপার্টমেন্টাল স্টোর, খাবারের দোকান, মুদি দোকান বা রেস্টুরেন্টকে তামাকপণ্য বিক্রির লাইসেন্সই দেওয়া হবে না। হোল্ডিং নম্বর ছাড়াও ইস্যু হবে না লাইসেন্স। এছাড়া, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর ১০০ মিটারের মধ্যে তামাকপণ্য বিক্রির অনুমতিও থাকবে না।
আজ মঙ্গলবার (৩১ মে) বিশ্ব তামাকমুক্ত দিবস। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও প্রতিবছর দিবসটি উদযাপন করা হয়। তামাক চাষ, তামাকজাতপণ্য উৎপাদন ও ব্যবহার এবং তামাকের বর্জ্য পরিবেশের জন্য কতটা ক্ষতিকর সে বিষয়ে জনসাধারণ এবং নীতিনির্ধারণী পর্যায়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘টোব্যাকো: থ্রেট টু আওয়ার এনভায়রনমেন্ট’। বাংলাদেশে দিবসটি উদযাপিত হচ্ছে ‘তামাকমুক্ত পরিবেশ, সুস্বাস্থ্যের বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে।