বাংলাদেশ নয়, শ্রীলঙ্কাতেই হচ্ছে এশিয়া কাপ
চার বছর পর মাঠে গড়াতে যাচ্ছে এশিয়া কাপ। এর আগে নানা জটিলতার কারণে ২০২০ সালে এশিয়া কাপ মাঠে গড়ায়নি। ভেন্যু শ্রীলঙ্কায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ায় এবারও কিছুটা অনিশ্চয়তা সৃষ্টি হয়েছিল। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সেই শ্রীলঙ্কাতেই বসছে এশিয়ান ক্রিকেট শ্রেষ্ঠত্বের ১৮তম আসর, জানাচ্ছে পাকিস্তানের সংবাদ মাধ্যম।
ভেন্যুতে পরিবর্তন এলেও পূর্বনির্ধারিত সূচিতে কিছুটা পরিবর্তন আসতে পারে। আগের সূচি অনুসারে টুর্নামেন্টটা শুরু হওয়ার কথা ২৭ আগস্ট। তবে তা থেকে তিন দিন এগিয়ে আগামী ২৪ আগস্ট থেকে এশিয়া কাপ শুরু করতে চায় আয়োজকরা।
- ট্যাগ:
- খেলা
- এশিয়া কাপ
- ক্রিকেট বিশ্ব