কাগজ দিয়ে মেঘ বৃষ্টি
www.ajkerpatrika.com
প্রকাশিত: ৩০ মে ২০২২, ১৮:১২
এখন হঠাৎ হঠাৎ বৃষ্টি পড়তে শুরু করে হুড়মুড়িয়ে। জানালা দিয়ে বৃষ্টি পড়া দেখতে ভালো লাগে, তাই না? আচ্ছা, কেমন হয় যদি এই মেঘ ও বৃষ্টিকে দেয়ালে আটকে রাখা যায়?
এর জন্য খুব বেশি কিছু লাগবে না। শুধু রঙিন কাগজ, গ্লিটার পেপার, পেনসিল, মোটা কাগজের কার্টন, অ্যান্টিকাটার, গ্লু, কাঁচি হলেই মেঘ-বৃষ্টিকে দেয়ালে ঝুলিয়ে রাখা যাবে।
প্রথমে একটি নীল রঙের কাগজ একপাশ থেকে ভাঁজ করে নাও। সেখানে পেনসিল দিয়ে অনেক হৃদয় এঁকে নাও। এরপর কাঁচি দিয়ে সাবধানে সব হৃদয় কেটে নাও। এবার ছোট ও বড়, অর্থাৎ অসমান আকৃতির কয়েকটি চিকন দড়ি বা সুতা নাও। এরপর প্রতিটি সুতায় কেটে রাখা হৃদয়গুলো বসিয়ে গ্লু দিয়ে আটকে দাও। হয়ে গেল বৃষ্টি।
- ট্যাগ:
- লাইফ
- কাগজ শিল্প
- ক্র্যাফট
- কাগজের তৈরী