রোবোটিক হাত বানিয়ে আশা দেখাচ্ছেন জয় বড়ুয়া
চট্টগ্রামের তরুণ উদ্যোক্তা জয় বড়ুয়া তৈরি করছেন রোবোটিক হাত। যাঁদের হাত নেই, তাঁদের জন্য স্বস্তি হয়ে উঠতে পারে তাঁর তৈরি এই বিশেষ হাত। রোবোটিক এ হাতগুলোর ওপরে সিলিকন গ্লাভস লাগিয়ে দেওয়ার ফলে তা মানুষের হাতের মতোই দেখা যায়।
২০ বছর বয়সী জয় বড়ুয়ার ভাষ্যমতে, ভয়েস কন্ট্রোল, অটো কন্ট্রোল, নার্ভ কন্ট্রোল ও লেগ কন্ট্রোল—এ চার ধরনের রোবোটিক হাত তৈরি করেছেন তিনি। এর মধ্যে কোনো হাত মস্তিষ্ক থেকে সংকেত পেয়ে পরিচালিত হয়, কোনোটি আবার কণ্ঠস্বরের মাধ্যমে চলে। পায়ের সঙ্গে লাগানো ডিভাইসের মাধ্যমেও হাত নাড়াচাড়া করা যায়। অর্থাৎ যে ব্যক্তির যেমন হাত প্রয়োজন, সে অনুযায়ী হাতগুলো তৈরি করে নেওয়া যায়। রোবোটিক এ হাত দিয়ে প্রায় এক কেজি ওজনের কোনো বস্তু তোলা সম্ভব। দুর্ঘটনায় হাত হারানো ব্যক্তিরা এই রোবোটিক হাত ব্যবহার করতে পারেন। এমনকি যাঁদের হাত নেই, তাঁরাও এটা ব্যবহার করতে পারেন।