৬ মাস পর সুদানে জরুরি অবস্থা প্রত্যাহার
সেনা অভ্যত্থানের ছয় মাস পর, জারি করা জরুরি অবস্থা প্রত্যাহার করেছে সুদানের সামরিক সরকার। স্থানীয় সময় রোববার (২৯ মে) দেশটির ক্ষমতাসীন নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদ জানিয়েছে, সামরিক নেতা জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলোচনার সঠিক পরিবেশ তৈরির লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।
গত অক্টোবরে অভ্যুত্থানের পর থেকে সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে দেশটিতে।বিক্ষোভকারী ও পুলিশের সঙ্গে সংঘর্ষে দেশটিতে এ পর্যন্ত একশ জনের মতো মানুষ নিহত হয়েছেন। সম্প্রতি বিক্ষোভে নেতৃত্ব দেওয়া অনেককেই আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।