কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

হাজি সেলিমের এমপি থাকতে বাধা নেই

ডয়েচ ভেল (জার্মানী) প্রকাশিত: ৩০ মে ২০২২, ১৬:০০

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমের প্রতিবেদন অনুসারে রোববার ঢাকার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। ক্ষমতাসীন দলের সংসদ সদস্য হাজি সেলিম দুর্নীতির মামলায় ১০ বছর দণ্ড নিয়ে এখন কারাগারে রয়েছেন। হাই কোর্টের রায়ের বিরুদ্ধে তিনি আপিলের আবেদন ইতোমধ্যে করেছেন।


আইন অনুযায়ী, ফৌজদারি অপরাধে দুই বছরের বেশি কারাদণ্ড হলে সংসদ সদস্য পদের যোগ্যতা আর থাকে না। এমন পরিস্থিতিতে দণ্ডপ্রাপ্ত হাজি সেলিমের সংসদ সদস্য পদে থাকার সুযোগ আছে কি না জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, "এ ব্যাপারে দু-তিনটি রায় আছে সুপ্রিম কোর্টে। হাজী সেলিমের এই মামলায় আপিল বিভাগেও আপিল হয়েছে। আমি যতদূর আইনটি জানি, যতক্ষণ পর্যন্ত এটা এক ফাইনাল ডিসিশন না হবে, ততক্ষণ পর্যন্ত সংসদ সদস্য পদ অ্যাফেক্টেড হয় না। এটাই রায়ে আছে।"


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও