সরকারি খরচে যাচ্ছেন, কেন যাচ্ছেন জানেন না
হজের সময় সরকারি দলে যাওয়ার জন্য নির্বাচিত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী। যদিও তিনি জানেন না তাঁর কাজটা কী। এখন পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী, হজ উপলক্ষে ফরমান আলীর মতো ২৭৯ ব্যক্তি সরকারি খরচে সৌদি আরবে যাচ্ছেন। এদের জন্য সরকারের ব্যয় হবে ন্যূনতম ২০ কোটি টাকা। আর সরকারি তালিকা অনুযায়ী, ধর্ম মন্ত্রণালয়ের অর্ধেক জনবল এই ২৭৯ জনের দলে থাকছে। যাদের কেউ কেউ এর আগেও গেছেন। তবে এই সফরে নির্বাচিতদের বেশির ভাগই জানেন না সৌদি আরবে তাঁদের কাজটা কী!
যেমনটা বলছিলেন ফরমান আলী। তাঁর কথায়, ‘এখনো কাজ বুঝতে পারিনি। তবে অনেক চাপ থাকে বলে শুনেছি। একটা পবিত্র কাজে যাচ্ছি। আশা করছি সফল হব।’ অবশ্য ২০১৯ সালে একই থানার দায়িত্বে থাকা নূরে আযম মিয়া (বর্তমানে বনানী থানার ওসি) সহায়তাকারী দলের সঙ্গে হজে গিয়েছিলেন। সেবার হাজিদের বেঁচে যাওয়া রিয়াল ফেরত দেওয়ার দায়িত্ব পড়েছিল তাঁর ওপর।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বেসরকারি খাত
- হজযাত্রা
- সরকারি খরচ