হার মানছেন না ক্লপ, দর্শক হয়রানিতে নালিশ লিভারপুলের
থিবো কুর্তুয়া গোলের নীচে অপ্রতিরোধ্য না হয়ে উঠলে শনিবার প্যারিস থেকে হয়তো চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি নিয়ে ফিরত লিভারপুল। যদিও মহম্মদ সালাহদের গুরু য়ুর্গেন ক্লপ ফাইনালে আরও একবার রিয়ালের কাছে হারে আদৌ হতাশ হচ্ছেন না। উল্টে জানিয়ে দিয়েছেন, ‘দ্য রেডস’ নিজেদের শক্তি বাড়িয়ে পরের বার প্রত্যাঘাত করবে। হুঙ্কারের ভঙ্গিতে তিনি ঘোষণা করেন, পরের বার ইস্তানবুলে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালও লিভারপুল খেলবে এবং এখন থেকেই যেন তাঁর দলের জন্য হোটেল বুক করে রাখা হয়।
সাংবাদিক সম্মেলনে ক্লপ বলেন, ‘‘ফাইনালে ওঠাও তো কম বড় কৃতিত্ব নয়। হতে পারে যে কাঙ্ক্ষিত ফল প্রাপ্য ছিল, সেই লক্ষ্যে দল পৌঁছতে পারেনি, কিন্তু তাতে এই লড়াই মূল্যহীন হতে পারে না।’’ যোগ করেন, ‘‘মনের মধ্যে অদ্ভুত একটা বিশ্বাস তৈরি হয়ে গিয়েছে যে, আগামী বছর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আবারও খেলবে লিভারপুল। এই দলের জার্সি পরে যারা মাঠে নামে, তাদের লড়াকু মানসিকতা সম্পর্কে এখনও কারও পূর্ণ ধারণা তৈরি হয়নি। আগামী বছর অনেক বেশি শক্তিশালী এব পরিণত হয়ে এই মঞ্চে ফিরে আসবে লিভারপুল। আমি তো বলব, সামনের বছর ফাইনাল হবে ইস্তানবুলে। এখন থেকেই লিভারপুল দলের জন্য একটা হোটেল বুক করে রাখা হোক।’’