মূল্যস্ফীতির কারণে চিকিৎসা পেছাতে বাধ্য হচ্ছে রোগীরা
এক সপ্তাহ ডায়ালাইসিস করতে না পারলে শরীরে পানি জমে যায় রাজধানীর মণিপুরিপাড়ার বাসিন্দা মমতা বেগমের (৫৩)। ডাক্তারের পরামর্শ অনুযায়ী সপ্তাহে তিন দিন ডায়ালাইসিসের প্রয়োজন হলেও ছয় বছর ধরে সপ্তাহে দুইদিন নিয়মিত ডায়ালাইসিস করতেন তিনি।
কিন্তু এখন দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় সন্তানদের পড়াশোনা ও সংসারের খরচ মিটিয়ে স্ত্রীর চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন মমতা বেগমের স্কুল শিক্ষক স্বামী।
তাই কখনো সপ্তাহে একদিন ডায়ালাইসিস করছে আবার কখনো এক-দুই সপ্তাহ ডায়ালাইসিস বন্ধ রাখতে হচ্ছে।
মমতা বেগম বলেন, টানা কয়েক সপ্তাহ ডায়ালিসিস করাতে না পারলে চলাফেরা করতে পারি না। তখন ধারদেনা করে আবার ডায়ালিসিস করাই। এভাবে আর কতদিন চলবে জানি না।