কোনও কাজের আগেই ভয়? আত্মবিশ্বাস বাড়াবেন যেভাবে
সমকাল
প্রকাশিত: ২৯ মে ২০২২, ১৪:৩৩
অনেকেই আছেন কোনো কাজ করার আগে ভয় পান। রাজ্যের দুশ্চিন্তা চেপে বসে মাথায়। ভাবতে থাকেন, আদৌ কাজটি করতে পারবেন কীনা। বিশেষজ্ঞদের মতে, আত্মবিশ্বাসের অভাব হলেই এ ধরনের পরিস্থিতি হয়। তখন নিজের প্রতি সন্দেহ দেখা দেয়।
মনোবিশেষজ্ঞদের মতে, মেয়েদের মধ্য়ে এই সমস্যা আরও বেশি দেখা যায়। শৈশবের নানা অভিজ্ঞতা এর কারণ হতে পারে। যেমন -আপনার বাবা ও মা ছোটবেলায় আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছেন, আপনার কোনও এক ব্যর্থতা যা আপনাকে এখনও দুঃখ দেয়, আপনার আত্মবিশ্বাস নষ্ট করতে পারে। ভয়ানক সমস্য়ার মুখোমুখি হতে পারেন আপনি। তাই আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে নিজেকেই।
- ট্যাগ:
- লাইফ
- টিপস
- আত্মবিশ্বাসী