আংটির সঠিক মাপ জানার উপায়
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৮ মে ২০২২, ১৬:৩৭
অনলাইন থেকে আংটি কেনার আগে বরং বের করে নিন নিজের আঙ্গুলের মাপ।
প্রযুক্তির কল্যাণে আর ইন্টারনেটের সুবাদে সুই থেকে উড়োজাহাজ- সবই কেনা যায় অনলাইনে। সেই কেনাকাটায় দেশের সীমান্ত পার হয়ে গেলেও কোনো বাধা নেই।
ঘরে বসে যেমন কেনা তেমনি ক্রয় করা পণ্যও ঘরে পৌঁছে যায়। তবে এই পুরো প্রক্রিয়ায় একটা সমস্যা প্রায়শই দেখা যায়, আর তা হল মাপের অমিল।
এমনই একটি পণ্য হল আংটি। শুধু অনলাইনে কেনো অন্যজনকে উপহার দিতে দোকানে গেলেও বিপদ বাঁধে।
‘আঙ্গুল’ নিয়ে দোকানে যাওয়া যদি সম্ভব না হয়, তবে ঘরে বসেই কীভাবে নিখুঁত আংটির মাপ বের করবেন সেটার উপায় জানিয়েছে যুক্তরাষ্ট্রের ব্রুকলিন’য়ের অলঙ্কার বিক্রেতা প্রতিষ্ঠান ‘নিউ ইয়র্ক সিটি’স ক্যাটবার্ড’।