গ্যাস মেলেনি ‘কাঞ্চন’-এ, ‘তিতলী’র খনন অক্টোবর-নভেম্বরে
গত বছরের সেপ্টেম্বরে কক্সবাজারের কুতুবদিয়া অঞ্চলে বঙ্গোপসাগরে সম্ভাবনাময় এসএস-৪ ব্লকে গ্যাস অনুসন্ধানে কূপ খনন শুরু করে পেট্রোবাংলা। প্রথম কূপটির নাম দেওয়া হয় ‘কাঞ্চন’। পেট্রোবাংলা বলেছিল, চলতি বছরের প্রথম দিকেই জানা যাবে ওই কূপে গ্যাস পাওয়ার সম্ভাবনা আছে কি না। চার কিলোমিটারেরও বেশি গভীর পর্যন্ত খুঁড়ে সেখানে গ্যাসের কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে এবার এসএস-৪ ব্লকের অগভীর সাগরে আরেকটি কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ‘তিতলী’। আগামী অক্টোবর-নভেম্বরের দিকে এই কূপ খননের কাজ শুরু হতে পারে।
‘কাঞ্চন’ কূপে গ্যাস না পাওয়ার বিষয়ে পেট্রোবাংলার এক মহাব্যবস্থাপক জাগো নিউজকে বলেন, সেখানে কোনো গ্যাস পাওয়া যায়নি। এখন আরেকটি কূপ খনন করে গ্যাস অনুসন্ধান করা হবে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- গ্যাসক্ষেত্র
- গ্যাস
- গ্যাস উত্তোলন