সিয়ামের হাত ধরে যেভাবে স্নিগ্ধার অভিষেক

বণিক বার্তা প্রকাশিত: ২৮ মে ২০২২, ০৭:৪০

পোড়ামন-২ খ্যাত পরিচালক রায়হান রাফির নতুন সিনেমা রাস্তা। এ সিনেমায় অনেক আগেই নাম লিখিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। এর আগে রাফির সঙ্গে পোড়ামন-২, দহন, টান সিনেমায় কাজ করেছেন সিয়াম। আগের তিনটি সিনেমায় নায়িকা ছিলেন পূজা চেরি ও বুবলী। রাস্তা নামের এ সিনেমায় দেখা যাবে নতুন মুখ। ‘স্নিগ্ধা চৌধুরী’ নামের এ সুন্দরীর অভিষেক হচ্ছে সিয়ামের বিপরীতে। সিনেমাটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। গত বুধবার প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পেজে নবাগত নায়িকার একাধিক ছবি পোস্ট করে এ খবর জানায়। পোস্টের ক্যাপশনে লেখা হয়, ‘কে এই স্নিগ্ধা? জাজ প্রযোজিত ও রায়হান রাফি পরিচালিত রাস্তা সিনেমায় সিয়ামের বিপরীতে নায়িকা হয়ে আসছেন সুন্দরী তরুণী স্নিগ্ধা। স্লিম, লম্বা, স্বাস্থ্যসচেতন এ মেয়ের সম্পূর্ণ নাম স্নিগ্ধা চৌধুরী। বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে অনার্স করছে। স্নিগ্ধা এ প্রতিষ্ঠানের সঙ্গে রাস্তা সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে প্রায় ছয় মাস আগে। এ ছয় মাস সে আমাদের তত্ত্বাবধানে অভিনয় প্রশিক্ষণ নিয়েছে ও জিম করেছে। জুনে শুরু হচ্ছে রাস্তা সিনেমার শুটিং। আমরা বিশ্বাস করি সে নিজগুণে চলচ্চিত্রে স্নিগ্ধতা ছড়াবে।’


এখন তিনি রাস্তার জন্য সম্পূর্ণ ফিট। জুনে শুরু হচ্ছে সিনেমাটির শুটিং। একটি বেসরকারি প্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি বর্তমানে তিনি মডেলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন বলেও জানানো হয়।


পোস্টের শেষে লেখা হয়, এই নায়িকা সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন। এরপর নির্মাতা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। বললেন, ‘জি। এই রাস্তায় সিয়ামের হাত ধরছেন স্নিগ্ধা।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও