বেপরোয়া গতি, ১৭ মাসে ঝরেছে ১৬২ প্রাণ
নারায়ণগঞ্জে ১৭ মাসে ২৪০টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ১৬২ জন। বিগত বছরের তুলনায় এ বছর সড়ক দুর্ঘটনার সংখ্যা দ্বিগুণের বেশি। অধিকাংশ দুর্ঘটনার কারণ হলো সড়ক আইন না মানা, চালকের বেপরোয়া মনোভাব ও গতি এবং চালকের লাইসেন্স পাওয়ার দুর্বল পদ্ধতি।
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ জানায়, গত ২৪ মে পর্যন্ত নারায়ণগঞ্জ অংশের ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও এশিয়ান হাইওয়েতে ১০৯টি দুর্ঘটনা ঘটেছে। এতে ৩৫ জন নিহত ও ৭০ জন আহত হয়েছেন। এসব ঘটনায় ৩৭টি মামলা হয়েছে। ২০২১ সালে ১৩১টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ১২৭ নিহত ও ৬৫ জন আহত হয়েছেন। এসব ঘটনায় ৮১টি মামলা হয়েছে। তবে এসব মামলায় গ্রেফতারের সংখ্যা হাতেগোনা।