পাতা, ফল, ছাল-বাকল: ‘প্রকৃতির ফার্মেসি’ নিমের যতো গুণ

www.tbsnews.net প্রকাশিত: ২৭ মে ২০২২, ১৮:৪৬

আয়ুর্বেদে নিমগাছকে বলে 'প্রকৃতির ফার্মেসি'। প্রায় পাঁচ হাজার বছর ধরে ভারতীয় আয়ুর্বেদ চিকিৎসায় নিম এক অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে।


নিমগাছে আছে ১৩০টির অধিক অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান।


সাউথ চায়না মর্নিং পোস্টের ভারতীয় প্রতিবেদক নীতা লালা লিখেছেন, জীবদ্দশায় তিনি তার দাদুকে কখনো টুথপেস্ট বা টুথব্রাশ ব্যবহার করতে দেখেন নি। নিজেদের উঠোনের নিম গাছের ডাল ভেঙে নিয়ে তা দিয়েই প্রতিদিন দাঁত মেজে নিতেন নীতার দাদু। ইম্যুনিটি বাড়াতে তিনি কখনো নিমের পাতা চিবোতেন, মাথায় নিমের তেল মাখতেন আবার মশামাছি তাড়াতে নিম গাছের বাকল সেদ্ধ পানি ঘরে ছিটিয়ে দিতেন। নীতার দাদুর বয়স হয়েছিল ৯৩ বছর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও