টেস্টের সমস্যাগুলোর চটজলদি সমাধান চান না ডমিঙ্গো

প্রথম আলো প্রকাশিত: ২৭ মে ২০২২, ১৮:২৮

ঘরের মাঠে আরও একটি টেস্ট সিরিজ, আরও একটি সিরিজ হার। গত বছর ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর এবার প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এ নিয়ে ঘরের মাঠে টানা তিনটি টেস্ট সিরিজ হারল মুমিনুল হকের বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে ড্রতে শেষ হওয়া টেস্ট ম্যাচের পর মিরপুর টেস্টও ড্রতে শেষ হতে পারত। কিন্তু ব্যাটসম্যানদের চরম ব্যর্থতায় সেটি হয়নি। একই টেস্টে দুইবার ব্যাটিং ধস ঘরের মাঠে বাংলাদেশের আরও একটি সিরিজ হারের কারণ।



বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর কাছে এর মূল কারণ, দলে টেস্ট সংস্কৃতির অভাব। এটি গড়তে এই মুহূর্তে কী দরকার, সেটিও বলেছেন ডমিঙ্গো, ‘এই টেস্ট সিরিজের আগে আমি ছেলেদের একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম। ওদের জিজ্ঞেস করেছিলাম, তোমরা এর আগে কখনো জিম্বাবুয়ে ছাড়া বড় কোনো টেস্ট দলের বিপক্ষে সিরিজ জিতেছ কি না? উত্তর ছিল, না। ওরা কখনোই বড় কোনো দলকে টেস্ট সিরিজে হারায়নি। আমরা যতক্ষণ না পর্যন্ত বড় টেস্ট সিরিজ জেতা শুরু করব, আমরা পরবর্তী ধাপে যেতে পারব না। আমাদের বড় সিরিজ জিততে হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও