ডিমের খোসা কাজে লাগানোর ৪ উপায়
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২৭ মে ২০২২, ১৬:৩৮
ডিমের খোসা ফেলে না দিয়ে বেশ কয়েকভাবে কাজে লাগাতে পারেন। রূপচর্চা থেকে শুরু করে গৃহস্থালির নানা সমস্যা সমাধান করবে ডিমের খোসা।
পোকামাকড় দূর করতে
ডিমের খোসা ভালো করে গুঁড়ো করে নিন। এই খোসা পোকামাকড় দূর করতে কাজে লাগে। বাগানে গাছের গোড়ায় পোকা হয়। এই পোকা দূর করতে ডিমের খোসা ছিটিয়ে দিন গাছের গোড়ায়। পোকা দূর হওয়ার পাশাপাশি বৃদ্ধি পাবে মাটির উর্বরতা।
- ট্যাগ:
- লাইফ
- ডিমের বিকল্প তৈরি
- ডিমের খোসা