পরিবহন খাতে বিনিয়োগ ২০০ কোটি টাকা

প্রথম আলো প্রকাশিত: ২৭ মে ২০২২, ১৩:৫৬

যান চলাচলের জন্য প্রস্তুত পদ্মা সেতু। আগামী মাসের শেষের দিকে এটি খুলে দেওয়া হবে। সেতুকে ঘিরে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের মধ্যে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। ঢাকার খুব কাছের জেলা শরীয়তপুর। কিন্তু দীর্ঘদিন ধরে ঢাকা-শরীয়তপুরে সরাসরি বাস চলাচল বন্ধ। পদ্মা সেতু হওয়ায় নতুন করে পরিবহন খাতে বিনিয়োগ করছেন শরীয়তপুরের ব্যবসায়ীরা। ঢাকা ও নারায়ণগঞ্জে বাস চলাচলের জন্য তাঁরা অন্তত দুই শ কোটি টাকা বিনিয়োগ করেছেন। সেতুর উদ্বোধনের দিনেই নতুন বাস দিয়ে যাত্রী পরিবহন শুরু করতে চান ব্যবসায়ীরা।


শরীয়তপুর সড়ক পরিবহন মালিক গ্রুপ এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘ ১৮ বছর ধরে ঢাকা-শরীয়তপুরে সরাসরি বাস চলাচল বন্ধ। এ জেলার বাসিন্দারা নৌপথ দিয়ে ঢাকায় যাতায়াত করেন। পদ্মা সেতু চালুর খবরে শরীয়তপুর সড়ক পরিবহন মালিক গ্রুপ ও কয়েকটি পরিবহন কোম্পানি ঢাকা ও নারায়ণগঞ্জে সরাসরি বাস চালানোর উদ্যোগ নেয়। ব্যবসায়ীরাও এ জন্য নতুন গাড়ি প্রস্তুত করছেন। ইতিমধ্যে ভলভো, আইচার, অশোক লিলেন্ড, টাটা গাড়ির (বাস) চেসিস কেনা হয়েছে। শরীয়তপুর ছাড়াও ঢাকা ও সাভারে চলছে বাস প্রস্তুতের কাজ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও