রাজনৈতিক সহিংসতার আশঙ্কা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৭ মে ২০২২, ১০:৩৯

জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে। এই নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে—এমন আশঙ্কায় সতর্কতা জারি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানী ঢাকাসহ সারাদেশের মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচীকে কেন্দ্র করে সতর্ক থাকতে বলা হয়েছে। কেউ যাতে পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে সেজন্য আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা এবং আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ করে কার্যকরী ব্যবস্থা নিতে বলা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, বিরোধী রাজনৈতিক দলগুলো বিভিন্ন কর্মসূচী নিয়ে মাঠে নামার চেষ্টা করছে। কেউ যাতে ২০১৪ সালের নির্বাচনের আগের মতো পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।


পুলিশ সদর দফতরের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হায়দার আলী খান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি যদি ঘটে আমরা সবসময়ই প্রয়োজনীয় ব্যবস্থা নেই। সবক্ষেত্রেই আমরা সহনশীল রাজনীতির কথা বলে থাকি। আমরা আশা করি সবাই নিয়মতান্ত্রিক রাজনীতি তা করবে। কোনও ধ্বংসাত্মক রাজনীতির কোনও কিছু করা, জনগণের অশান্তি বা জনগণকে সমস্যায় ফেলে সরকারি সম্পত্তি বা পাবলিকের জানমালের ক্ষতি যদি কেউ করতে চায় আমরা বরাবরের মতোই শক্ত হাতে দমন করবো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও