অলৌকিক মুদ্রার খোঁজে মি. এন একা নন, দেড় কোটি টাকা খুইয়েছেন মি. বি

প্রথম আলো ব্রাহ্মণবাড়িয়া প্রকাশিত: ২৬ মে ২০২২, ২১:০৯

নব্বই দশকের মাঝামাঝিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রস্তরখণ্ডের ভেতর ‘অলৌকিক’ বস্তুর কথা প্রথম শুনেছিলেন জনৈক মি. এন। প্রস্তরখণ্ডটির বাইরের দিকটা ধাতুর মতো দেখতে। যাঁর হাতে ছিল, তিনি বলেছিলেন অলৌকিক এই বস্তুর এমনই গুণ যে এটা চালকে আকর্ষণ করে। হাজার কোটি টাকা দাম। এরপর থেকে জনৈক মি. এন আছেন সেই বস্তুর সন্ধানে।


যাঁর সঙ্গে কথা হচ্ছিল, তিনি নাম প্রকাশ করতে চাননি। সে কারণেই ছদ্মনামের আশ্রয় নেওয়া। সেই প্রস্তরখণ্ডটার পরে কী হলো? যা তিনি খুঁজছিলেন তা কি পেলেন?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও