![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-05%252Faf740006-8daa-4205-a502-611df6767484%252FNepal.webp%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
বিশ্বের সবচেয়ে খর্বকায় কিশোর নেপালের বাহাদুর
নেপালের রাজধানী কাঠমান্ডুর বাসিন্দা ১৭ বছরের দর বাহাদুর খাপাঙ্গি বিশ্বের সবচেয়ে খর্বকায় কিশোর হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, বাহাদুরের জন্ম ২০০৪ সালের ১৪ নভেম্বর। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের দেওয়া তথ্যানুযায়ী, গত ২৩ মার্চ কাঠমান্ডুতে বাহাদুরের উচ্চতা মাপা হয়। তাতে দেখা যায়, তার উচ্চতা ৭৩ দশমিক ৪৩ সেন্টিমিটার বা ২ ফুট ৪ দশমিক ৯ ইঞ্চি।