জামিনে বেরিয়ে আত্মগোপনে চলে যায় জঙ্গিরা

বাংলা ট্রিবিউন র‍্যাব মিডিয়া সেন্টার প্রকাশিত: ২৬ মে ২০২২, ১৮:০২

জামিনে বেরিয়ে জঙ্গি সংগঠনের সদস্যরা দেশে-বিদেশে আত্মগোপনে চলে যাচ্ছে। তারা দেশের কোথায় আত্মগোপনে রয়েছে, কীভাবে দেশের বাইরে যাচ্ছে, সেসব বিষয়ে খোঁজ-খবর রাখা হচ্ছে। র‌্যাবের ক্রিমিনাল ডাটাবেজে জঙ্গিদের তথ্য লিপিবদ্ধ আছে। জামিনে বের হয়ে আত্মগোপনে থেকে যারা অপরাধে জড়িয়ে পড়ছে, তাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে। পুলিশের এলিট ফোর্স-র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এসব তথ্য জানিয়েছে।


র‌্যাব বলছে, তথ্য প্রযুক্তি থেকে দূরে থাকা, যেমন: মোবাইল ফোন ব্যবহার না করা, ইলেকট্রনিক কোনও ডিভাইসে কথাবার্তা না বলা, এমনকি বাসার বাইরে বেশি না বের হওয়া—এসব কারণে তারা অনেকটাই আইনশৃঙ্খলা বাহিনীর আড়ালে থেকে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও